গুনগুন (মোঃ রহমত আলী)
গুনগুন -
============
মোঃ রহমত আলী
============
বাঁশি তো আমি বাজাই না,
তবে সুর কেন টানে,
দুপুরের রোদ্দুরে,পাখিটার পিপাসায়,
নদীর বুকে যে ঢেউ দোলে,
তার তালে প্রজাপতি নাচে।
বাঁশি তো বাজে না,
তবে মাতালো কে করুণ সুর,
অবুঝ পাখিটা ফাঁদে ফেঁসে কাঁদে,
সুখের সাথী গুলো,
আজ দুঃখে সঙ্গ দিলো ছেড়ে।
ভাঙা বাঁশি পুরাতন সুরে,
রোজ বাজিছে নূতন তালে,
সেই সুরে কারো আনন্দ,
আবার কারো-কারো,
দুঃখের স্মৃতি সুরে যায় মিশে।
বাজে বাঁশি মনের সুরে,
প্রাণের বেদনা তুলে,
কষ্টের সাথে সুখের কথা,
গুনগুন শব্দে মাতাল করা সুরে,
প্রাণ দিয়ে ফের প্রাণ নেয় কেড়ে।
১৩.১২.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥