যেমন-তেমন

যেমন-তেমন
============
মোঃ রহমত আলী
============
আর ফিরে যাওয়া সম্ভব নয়,
ঐ সন্ধ্যা ভুলে যাবার,কিছু নাই করবার।
উদিত সূর্য রোজ ডুবে আবার,
মেঘে ঢাকা চন্দ্র দেখা দেয় বারবার।
অন্তরে প্রেমের প্রদীপ নিভিয়ে রাখি,
তবু জ্বলে ওঠে ক্ষণে মনে আমার।
আমি সুখের সন্ধানে আজও
দুঃখের নতুন খবর পাই।
কতগুলো কান্নার শব্দ হয় না,
কিছু সুখ গোপন রাখা যায় না।
মন পাখি বন্দি খাঁচায় দিবানিশি, 
উড়তে চায় সাদা মেঘের মতো আসমানে।

আর ফিরে পাওয়া যাবে না,
হারানো অতীতের বাল্য বয়স।
এ এক জমানো গোপন সুখ,
বদলায় কত শত মুখের রূপ।
জীবনের ছন্দে পতনের পতন,
শাস্তি মাথা নিচু -পা উঁচু যেমন-তেমন।
উজ্জ্বল চাঁদ চলতো সাথে সাথে সাথ,
আজ আর রূপকথার গল্পে-গল্পে,
কাটে নাতো বৃদ্ধ ঘুমের রাত।
ঐ গোধূলি লগন গুলো,ধরাছোঁয়ার উর্ধ্বে
চলে গেছে হায় জনমের তরে,
এখন অন্ধ চোখ অন্ধকারে পূর্ণিমা গোনে। 

০৯.০৯.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)