সুনসান
সুনসান
============
মোঃ রহমত আলী
============
ঘর সুখে শূন্য,
দুঃখে পরিপূর্ণ,
সুর ছাড়া বাঁশি,
বাজায় কে সখী।
রাত বেজায় ভারী,
সকাল সুনসান সাথী,
ডানা কাটা পাখি,
উড়ে গেল একি।
ডালপালা সামাল,
ঝাঁকে ঝাঁকে কাঁক,
জানমাল যার,
এক মালিক সবার।
সুখ দূর যাযাবর,
দুঃখ প্রিয় আপন,
বেদনা সারাক্ষণ,
ভালোবাসায় আলোড়ন।
বাস্তব অতি কঠিন,
সহজ স্বপ্নে বিচরণ,
হাসিটা বেশ আবরক।
দিল পাথর অনুরাগে,
মুখরিত আবেগে,
সজ্জিত অকারণে,
পাখিদের জিকির,
দেন আল্লাহ রিজিক ।
১৮.০৯.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥