বিস্তারিত

বিস্তারিত
============
মোঃ রহমত আলী
============
লেখাপড়া করিয়া,
চাকরি বেড়াও খুঁজিয়া,
উৎকচ দিলে পাওয়া যায়,
বড়লোক হওয়া যায়।
তদবির ছাড়া কি চাও,
চাকরির ধান্দা বাদ দাও,
বেকার তুমি কাজের নও,
ম্যানেজ করে ম্যানেজার হও।
এখানে নেই যোগ্যতার মূল্য,
বিস্তীর্ণ শুধু টাকাই তুল্য।
পরিচয় তোমার কি ?
বাপ,দাদা,বন্ধুর সুপারিশ কৈ,
মামা,খালু,চাচা,কে আছে দেখা !
সরকারি হোক বা বেসরকারি,
চাকরিটা তো দরকারি।
চার পদে দশ জন নিয়োগ,
হাজির শত-শত জন,
সবার চাকরির প্রয়োজন।
অভিজ্ঞতা কি তোমার ?
বড় বাবুর জন্য কী এন্তেজাম,
ঘাস খেয়েছো নাকি,
ওরে বোকা এতকাল।
ডিগ্রি তুমি দেখাও বাপু,
ভুলটা দেখো এই তোমার,
চাকরি চাইলে টাকা আগে !
নইলে বিদায় কর্ম নাই ॥

১৯.০৯.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)