ফলাফল -

ফলাফল -
============
মোঃ রহমত আলী
============
যা নেই তাই খুঁজি,
পাই যা ফেলে রাখি,
মন এক উড়ন্ত পাখি,
বহমান ধারায় আঁখি,
ঝাপ মারে জলন্ত আগুনে।
যা হারায় তা পেতে চাই,
যে পালায় ধরতে দৌড়াই,
আর চিনে রাখি ঠকবাজ।
যা চাই তা তো নাই,
আছে যা পচা-বাসি তাই,
তাও পাওয়া সাধের বড়াই।
ভাবভঙ্গিতে সৎ সৎ
উদার চোরের দান-খয়রাত।

যা আছে হারিয়ে মিটে-যাবার,
যে পরান সেই মারে জান,
যার তার প্রেমে মর্জি না হয়।
যে চেনে না চিনেও যারে,
যা অজানা তাই জেনেশুনে,
থামে না যে মন তবু থামা।
যা জানি হালাতে তাবিয়াত,
আষাঢ়ের আগে শাওন-ধারা,
যেমন মনের খোরাক মেরে,
মনকে জিন্দা মাত্র রাখা।
যা ভেস্তে গেলো কর্মফলে,
যে সব ধ্যানের অবহেলায়,
ফলাফল আর দুহাতে যা !!

১৬.০৭.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)