দাপদাহ
দাপদাহ
============
মোঃ রহমত আলী
============
শহর পুড়ছে গরম তাপে,
মানব জীবন জ্বালা মুখে।
শীতল নেই কোন দ্বারে,
চারিপাশে রবি-র দাহ ,
মানব জীবন জ্বালা মুখে।
ছুপিয়ে আছে মেঘ গগনে,
বর্ষা নেই ধরা পাতে,
তবু সময় চলছে এতে,
জনজীবন তাপদাহে।
নগর এখন ভীষণ তাপে,
বাতাস পালিয়েছে লজ্জা পেয়ে,
মানব মুখের হায় শুনে।
ছায়া যেন ঝিমিয়ে আছে,
মানুষ অঙ্গ ঘাম দেখে,
মানব জীবন তাপদাহে।
তবু জীবন চলছে ধুকে,
জীবন সংগ্রাম মিছিল করে।
ঘামে ঘামে ভিজা বদন,
দোয়া চাহে খোদার কাছে।
একটু হাওয়া,বর্ষা,তুফান বহান,
আমরা এখন ভীষণ দাহে,
খোদা মোদের ক্ষমা করে,
বাঁচিয়ে নিন দাপদাহে।
০৭.০৭.২০০২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥