প্রিয়া হারা প্রিয়

প্রিয়া হারা প্রিয়
============
মোঃ রহমত আলী
============
মনের গভীরে লুকানো,
গোপন বেদনার অনলে
ছাই ভালোবাসার সাধনা।
অভিমানে নাহি চাই আর,
নাশিলি চোখের সারাব।
খুবসুরাত গোলাপে ছুপা,
খুশবুতে ছলনার আভাস।
পরানের মাঝে আছে একা
গচ্ছিত প্রেম আজ পচা।
নতমুখে অন্তিম ক্ষণে আজও
ধোঁকার ধুপ-ছায়াতেই ভুগী,
তপস্যার প্রেমে গোধূলিলগনে।

আগুন জ্বলে কেন জলে,
ফাগুন চলে গেলে পরে।
প্রিয়া হারা আনন্দে কাঁদে,
একা অন্তরে প্রেমের বাসনা।
যাতনা স্মৃতির যতনে হাসে,
অতীত সুখের নিখোঁজ-খোঁজে।
পাগলের তকমায় প্রেমিক মন,
শ্রাবণের কান্না বসন্তে যখন।
আমি ও আমার পাগল মন,
দেখে না আর প্রেমের স্বপন।
গোলাপ দুঃখে কাহিল এমন,
প্রিয়া হারা প্রিয় অবুঝ পাগল ।

২৫.০৬.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)