নির্বাক

নির্বাক
=======
মোঃ রহমত আলী
============
নির্বাক হয়ে দেখি আমি আজ,
সমাজের অদ্ভুত রীতিনীতি।
চোরের গলায় ফুলের মালা,
চিকিৎসকদের ব্যবসায়িক খেলা।
আর দালালদের দরদের লীলা,
সিপাহীর ঝিমধরা চৌকিদারী।
নতুন রেওয়াজ ঘুষ নেওয়ার,
মন না চাইলেও নিরুপায় দেওয়ার।
যৌতুক বলে বরের উপহার,
চাহে কনের বাবা ভিক্ষুক হয়ে যান।
যতই পোক্ত নিয়ম কানুন বহাল,
টিকিট ছাড়াই উৎকোচ দিয়ে বাড়ি যান।

নির্বাক আমি দেখে নির্মম সভ্যতা,
ব্যবসায়ীদের মুখ অজগরের মতো হা।
এখন সম্মান বেশি সেই পায়,
যে জুলুমের সীমা পেরিয়ে যায়।
বকশিশ হল সভ্য নাম ঘুষের,
পার হতে পুল চাঁদা নেয় বারবার যতো।
অবাক রূপে সজ্জিত আছে সেজে,
শহরের জীবন জীবিকার বিলাস,
দরিদ্র অনেকের মনে আবার,
কম নেই যেন রাজা-মহারাজা ভাব।
বিলাপ শুধুই সৎ জনের বোবা কণ্ঠে,
গোঙানো শব্দের নির্বাক আওয়াজ ।

২৩.০৬.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)