উপমা -

উপমা -
============
মোঃ রহমত আলী
============
চারিধার বেশ চমৎকার,
মানুষগুলো বাহ মজাদার।
বোঝে শুধু আপন দরকার,
অযথা করে না উপকার।
অভিনব কত কি আবিষ্কার,
অন্তর করেনা তো পরিষ্কার।
দুর্বল এর সাথে অবিচার,
ভেঙ্গেদেয় বিশ্বাসের অঙ্গীকার।
বোবা কণ্ঠে শব্দের অধিকার,
নির্বোধ করে সত্যকে অস্বীকার।
মাথা ঠিক আছে পাগলের,
নতি স্বীকার করে না কাছে জালিমের।

চাহিবার নেই বেশি গরিবের,
তিন বেলার শান্তি আর কি চাহিদার।
বাগিচার বুলবুল এর আবদার,
ভিখারিকে ফিরিয়ে দিওনা প্রতিবার।
যদি ঘুম ভাঙ্গে কভু পাষাণের,
তবুও হয় যদি উপহার সুন্দর ব্যবহার।
ক্ষমতার জমিনে দিন-চার বাহাদুর,
পাতালের আকাশে নিরুপায় হুশিয়ার।
খামোশ আফসোস আগামীর,
প্রতীক্ষার নেই কোনো আর প্রতিকার।
শিক্ষার দেহঘর এক কারাগার,
বিবেকের শিকার আবেগের পরিবার।

১৩.০৬.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)