পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জলে ভাসা সুখ ( মোঃ রহমত আলী )

ছবি
জলে ভাসা সুখ ============= মোঃ রহমত আলী ============= বন্ধু তুমি সুখ খুঁজে নাও দুঃখের চাদর ফেলে, এবার মোরা আকাশ ছোঁব মাটির অতল থেকে। বন্ধু তুমি দুঃখী কেনো সুখের দেখা পেয়ে, জলে ভাসে কচুরিপানা দুঃখ শত নিয়ে। বন্ধু তুমি বৃষ্টি ধরো চোখের দৃষ্টি মেলে, কেটে যাবে বাদল বেলা ওঠো হেসে খেলে। ২১.০৪.২০২৫

বিশ্বাসের বৃত্ত ( মোঃ রহমত আলী )

ছবি
বিশ্বাসের বৃত্ত ============= মোঃ রহমত আলী ============= শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে বন্ধুত্বের পায়গামে, যুদ্ধ থামলেও দুশমনি শেষ হয়-না। যুগ যুগান্তর পেরিয়ে জামানত মূল্যহীন, আর আমানত রক্ষাকারী বদনাম মুজরিম। জীবনটা যখন উদ্যান থেকে জঙ্গল হয়ে, আজও ধু ধু যুদ্ধের মরু ময়দান, এ যুদ্ধ চলছে চলবেই শেষ অবধি যদিও। মিত্র যবে দেখাইলে আসল রঙ্গের চিত্র, অত্র হইতে দম ফুরাইলো বিশ্বাসের বৃত্ত। বন্ধুর চোখে-মুখে রহস্যময় যে মিঠা হাসি, তা যেন এক গুপ্তধন তালাশে শত্রুর বড়াই, একি অভিনয় নাকি মর্যাদার চোরা লড়াই। বন্ধু যখন শত্রু হয়ে, বেপরোয়া অত্যাচারী, মাহোল তখন চুপ, সত্যবাদী মহা অপরাধী ! দিন গুনে-গুনে শেষে ডানা মেলে শান্ত বলাকা, আরও কিছু লেখা, যা খুলে ইতিহাসের পাতা। ২০.০৪.২০২৫

না সহজ না কঠিন ( মোঃ রহমত আলী )

ছবি
না সহজ না কঠিন  ============== মোঃ রহমত আলী ============== খুব একটা মুশকিল ছিল না তো ; সোজা পথ ধরে মঞ্জিল খুঁজে পাওয়া। ঠিকানা সঠিক হওয়া সত্ত্বেও ; ভুল পথে চলে লাভ কী বন্ধু ! মাকড়সার মতো দুর্বল জাল বুনে যারা চলে স্বার্থলোভী বাসনা লয়ে, তাদেরকে ধিক্কার যুগের শ্রেষ্ঠ সন্তানের। খুব একটা কঠিন তো ছিল না ভাই ; সৎ পথের সাধক থেকে যাওয়া। অসত্য আর অসৎ কু-পথে কে জয়ী ? যদি জানো তবে বলো.. জানতে চাই ! সহজ কথা.. যা দেখা যায়, তা মাত্র চাকচিক্য আর ধোঁকা। এ এক সরল রেখা যা আসান, তো সৎ পথে ধাবিত ক'জন পথিক। খুব একটা সহজ নয়.. আবার জটিলও নয় বটে। তবে জোয়ার-ভাটা আর আগুন, পানি, হাওয়া, ও সময়.. তার বহমান স্রোতে, ঘুরেফিরে আসবেই আসবে ; মোটকথা প্রকৃতি শিক্ষা দিয়ে যায়। তবুও যদি তা সময়ে গুরুত্বসহ গৃহীত না হয়, তাহলে নিশ্চয় প্রকৃতির প্রতিশোধ ! তিলে-তিলে প্রাকৃতিক ভাবে ঘটবেই ঘটবে।। ১৪.০৪.২০২৫ পহেলা বৈশাখ ১৪৩২ সোমবার।

কিন্তু - ( মোঃ রহমত আলী )

ছবি
কিন্তু - ============= মোঃ রহমত আলী ============= আমি যে.. তুমি না , তুমি তো.. আপনি না , তোমার যা.. আমার না , আমার কিন্তু তোমার না। আপনি এই.. আপনা না , আপনা সেই.. আপন না , আপনার তা.. আবার না , আপনা আপনি কিন্তু না। আমার আমার.. আমার না , জিহ্বা দাঁতের.. মোটেও না , ছায়া সাথ যদিও.. সময়ে না , তোমার আমার কিন্তু তবুও না। আমি আমার.. তাও না , জগৎ সারা.. আমার না , বিপদ আমার.. তোমার না , তবু দাগ কিন্তু মেটে না। ১২.০৪.২০২৫

আজ খেলা শেষ নয় ( মোঃ রহমত আলী )

ছবি
আজ খেলা শেষ নয় =============== মোঃ রহমত আলী =============== আঁধারে ঘেরা মিথ্যার বুক চিরে জাগিবে আবার রোশনাই লয়ে সত্যের নিশান। সেদিন খুব দূরে নয়, মজলুম হাসিবে, জালিমের নাশ দেখে, মনখুলে প্রাণভরে। আজ তোরা হেসে নে ; মায়ের কান্না দেখে নে ; কাল তোর হবে কাল.. এ শেষ অভিশাপ।। মিথ্যা খনিকের, ঘোলা করা যেন জল ! তীর হবে ফের থির, সত্য জয়ে সত্যের বীর। আজ খেলা শেষ নয়, এই মেল শেষ হয়, মাথা খুলে দেখা যায়, কে আপন পর হয়। আজ দুখ সুখ সুখ, আরো বড়ো অসুখ, পরিনাম ওজনে.. কারো রাত কারো দিন।। ০৮.০৪.২০২৫