বেঁচে আছি তো ! ( মোঃ রহমত আলী )

বেঁচে আছি তো !
=============
মোঃ রহমত আলী
=============
বেঁচে আছি মরা মরা ,
যেমন মাটি ছাড়া গাছ খাড়া ,
তেমন পানি বিনা প্রান্তিক তপ্ত খরা।

বেঁচে আছি এইতো ,
আধো ধুপ আলো মাখা ছায়াতে ,
বেদনার লাল নীল আরো মায়াতে।

বেঁচে আছি বেশতো ,
শত দুঃখের মাঝেও ,
মিছে সুখের মিছে আশায় আশায় তো।

বেঁচে আছি যাইহোক,
কথা ছিল যা.. ওয়াদা ও কী তা ?
ভাঙা আয়নায় মুখ দেখে কাদা মাখা কায়া।

বেঁচে আছি তাইতো ,
বেঁচে বেঁচে শেষে মৃত্যুর জন্যই তো ,
ধর্ম, কর্ম, গোত্র যাইহোক বেঁচে আছি তো !

৩১.১২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)