আহাজারি ( মোঃ রহমত আলী )
আহাজারি
=============
মোঃ রহমত আলী
=============
যেমন বদল হয় রোজ তারিখ ,
তেমনি বদল হয় তারিফ ,
তোষামোদের তেলেসমাতি
তদবিরে যদিও তরজমা কবুল।
মোনাজাত শেষে আবারও
চলে বেশ খানিকটা লম্বা দোয়া ;
তখনও পূর্ণিমা পূর্ণ বিকশিত হয়নি !
মাথা-ঘুরে বেহুশ নসিহত-কারী ,
রাজার খায়েশ মোটেও কমেনি ,
যেন আজও মেটেনি ; সব বাকি !
হয়নি পূরণ পুরোপুরি চৌ চাহিদা।
ফকিরের ফরিয়াদ, আর পাগলের
আহাজারি হাওয়ায় একাকার জগত জুড়ে ;
প্রতি এক এক দীর্ঘ নিঃশ্বাসে ।।
২৬.১২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥