অঙ্গীকার ( মোঃ রহমত আলী )

অঙ্গীকার
==============
মোঃ রহমত আলী
==============
ব্যর্থতাকে জয় করে ,
অপমানটা পুঁজি করে ,
পৌঁছে যাবো হয়তো একদিন…

ভালোবাসার কাছাকাছি ,
নিরাশার পাশাপাশি ,
তবুও যদি লক্ষ্য-টা রয় অটুট ।

হতাশা-তে ও আশাবাদ ,
কলমে খোলা প্রতিবাদ ,
হ্যাঁ পথে নামলেই মঞ্জুর মঞ্জিল ।

অবহেলা-তে ও দৃঢ়প্রতিজ্ঞ,
করুণার ধার ধারি না ,
আজ হাসে যে.. কাল দেখা হবে !

হেরে যাওয়া ভালো ,
তাই বলে হার মানা নয় ;
প্রচেষ্টায় প্রাপ্তি হারজিত ভাগ্য !

উপহাস ও রোজকার ,
হিম্মতের জন্য দরকার ,
জ্ঞানীর জ্ঞানে আলোকিত অন্ধকার ।

শিক্ষিত নাকি দীক্ষিত ,
ধৈর্য্য একমাত্র পরীক্ষিত ,
হবে সৎ অঙ্গীকার আগামীর জন্য…

২১.১২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)