আমার দেশ ( মোঃ রহমত আলী )

আমার দেশ
=============
মোঃ রহমত আলী
=============
নদী ভরা জল ,মাঠে ভরা ফসল ,
গাছে-গাছে হরেক কাঁচাপাকা ফল।
ডাকে পাখি সুরে-সুরে , প্রজাপতি উড়ে ,
দলে-দলে , তালে-তালে , আহা নেচে-নেচে।

ফুলে ফুলে মধু , সুরভিতে মৌমাছি কাবু ,
বাউলের সুরে-সুরে, হাল ধরে তুলে মাঝি পাল।
ঢেউয়ের তালে-তালে আহা দেহমনটাও দোলে ,
জেলেদের জালে মাছ ধরা দেয় ঝাঁকে-ঝাঁকে।

যায় দিন যায় মাস সুখে দুঃখে বারো মাস ,
এই মাটি এই দেশ এইখানেতেই শুরু শেষ।
ভালোবাসি ‘মা’ মাটি , ভালোবাসা খাঁটি ,
দেশপ্রেম দিলে-জানে , দেশ আমার মনেপ্রাণে।

২০.১২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)