পোস্টগুলি

জুলাই, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিলাপ (মোঃ রহমত আলী)

ছবি
বিলাপ ============ মোঃ রহমত আলী ============ শুকনো পাতা,হবে না তাজা, খাবে না গাধা,জ্বলবে চুলা, প্রাণ যাওয়া মাত্র দেহ পচা, মিথ্যে যত সারে-গামা-পা। কানুনের নেই কোনো আফসোস, মরা ফুলে বা ঝরা পাতায়, তবে গাছের অন্তর সদা কাতর, নিরব অনলে জ্বলে পুড়ে ছাই, বিলাপী দুঃখের উন্মাদনায়। খোয়ালে গুলবাহার যে পাতাবাহার, গোধূলির আসমান লালে লাল, জমিনে লাশ হাজারো মায়ের লাল ! কাঁদেনি বিশ্ব,কেঁদেছে আসমান, এ কেমন স্রোত জমিনে রঙের ! লাল রং ! নাকি পানের পিচ ? না না এ“তো দেখি লাল যমুনা, আদমের রক্তে লাল মাটির নমুনা। শহীদ দ্বীনি ফুলের খুশবুতে মুখরিত দুকূল, এখানে মৃত,তবুও আছে জীবিত প্রভুর কাছে বাহারি রিজিক প্রাপ্ত। শুকনো পাতা আবার হবে তাজা, হাজারো ফুল পাতা ঝরে যায় যদিও, ফুটিবে আবার লক্ষ ফুলে ফুলে, কোটি কোটি নব পাতাবাহার মূলে, সাজিবে কানন খুশবু-মুখরিত বাহারে, জন্ম নবীন পুষ্প প্রজন্মের জন্মে। ৩০.০৭.২০২৪

বাজিমাত (মোঃ রহমত আলী)

ছবি
বাজিমাত ============ মোঃ রহমত আলী ============ ফকিরের বস্তিতে আগুন লাগাইলো কে ? গরীবের সুখের ঘুম কেড়ে নিয়েছে যে , প্রভুর হুকুম ভুলে মানুষের তরফদারিতে হে, কান্নার অভিনয় করে সত্য লুকায় সে । মনেকরে বাজিমাত লুটে মানজান হে , মানুষের শান্তিতে, অশান্তি করে জালিম যে , মিছে অভিনয়ে দাবিয়ে রাখে জামানাকে কে ? মানুষের মধ্যেই অমানুষ একমাত্র সে । পাগলের ঘর নেই তবু মনে-মনে সুখী তো , মানুষের দুখে কাঁদে , সুখে আরো হাসে রে , সেও মানুষ , আরও মানুষ , আসল তবে কে ? আজ বাজিমাত , কাল ঠিক তার  কাল তা ! ২৪.০৭.২০২৪

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

ছবি
রাজ মন্ত্র ============ মোঃ রহমত আলী ============ এক মন্ত্রে সব শেষ ! যুক্তি, তর্ক, অর্জন, গর্জন, শেষে বর্জন। চোখে যা দর্শন, অন্তরে অসহায় ক্রন্দন, যুগ যুগের ইতিহাস মজলুমের অধিকার, সত্য হক কথায় রাজপথ রক্তে অঙ্কন। এক মন্ত্রে রাজ সাধু ! এ এক খেল জাদু, হুকুমের আগেই বর্ষণ, ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে বুলেট অর্পণ। রাজ যন্ত্রের কানে কানে মন্ত্রতন্ত্র, অস্ত্রের মুখে শাসন শোষণ স্বাধীন গণতন্ত্র। এক তন্ত্রে নূতন শাস্ত্র ! ছাত্র, শিক্ষক, সিপাহী, আমজনতা, কামলা, আমলা, শ্রমিক, কিষান, আমরা, সর্বপ্রজা হতে বাধ্য ! রাজতন্ত্রের মন্ত্রের ভক্ত, এমনই তন্ত্রসংস্থিতি এ এক রাজ মন্ত্র ! ১৭.০৭.২০২৪

সুখী আত্মা (মোঃ রহমত আলী)

ছবি
সুখী আত্মা ============= মোঃ রহমত আলী ============= সবার সুখে হয়ে সুখী নিজের দুঃখে হাসি, সবার দুঃখে হয়ে দুঃখী নিজের সুখে কাঁদি। সবাই সবার নিজের আপন, পরের জন্য কে বা কখন ? সুখের খোঁজে সবাই ছোটে, দুঃখ পুষে হৃদয় কোণে। চাওয়ার আগে পাওয়া না যায়, পাওয়ার পরে ছাড়া না যায়, সুখের পিছু পিছু সঙ্গী দুঃখ, দুঃখের সাথী কেবলই উৎস, মানিয়ে চলতে পারে না সবাই, তবুও মেনে নিতে বাধ্য সবাই। অন্যের চোখে অশ্রু দেখে, নিজের হাসিটা যায় ভুলে, ক’জন আছে এমন বলো ! সবাই নিজের স্বার্থে চলে, নিঃস্বার্থে কে’বা, মহান সে’জন। সবাই সুখী হতে চায়, আপন দুঃখ গোপনে পুষে। পরের দুঃখে দুঃখী হয়ে দেখো, সার্থক হবে জনম তোমার, বিলিয়ে যাও নিজের খুশি, আত্মায় হবে আজব সুখ অনুভূতি।। ০৭.০৭.২০২৪