পোস্টগুলি

জুন, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মজবুর (মোঃ রহমত আলী)

ছবি
মজবুর ============ মোঃ রহমত আলী ============ অসহায় কান্না সহায় যার, কেউ হয় না যে আর তার, আবেগের সাথে বিবেকের যুদ্ধ কারণে অকারণেই অবিরত। এখান হতে কোথায় যাবো আর, জ্বলতে থাকবো জনমের মায়ায়। অসহায় মায়া মরে নাতো আর, স্বার্থের ছায়া যার কাছে তার, ঘুরেফিরে শেষে মজবুর সাধনা, মুখে মৃদু হাসি চোখে ঝরে ধারা, কার কাছে কান্না যার নেই জানা। সহায় যখন অসহায় হয়ে যায়, চোখের ইশারা বোবা হয়ে রয়, উদাস হাসিতে পরিবেশ ভার, অমূল্য মায়ায় মূল্যহীন মমতা। ২২.০৬.২০২৪

আজ খুশির ঈদ (মোঃ রহমত আলী)

ছবি
আজ খুশির ঈদ ============ মোঃ রহমত আলী ============ বছর ঘুরে এলো আবার আজ খুশির ঈদ, শিশু বৃদ্ধ সবার জন্য আজ খুশির ঈদ, ধনী গরীবের এক সমান আজ খুশির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা আজ খুশির ঈদ, ছয় তাকবীরে ওয়াজিব আদায় আজ খুশির ঈদ, ঈদগাহে হাজির মুসলিম জামাত আজ খুশির ঈদ, সালাত শেষে ঈদের খুতবা আজ খুশির ঈদ, আল্লাহু"আকবর আল্লাহু’’আকবর আজ খুশির ঈদ, মুসলিম উম্মাহর ঘরে ঘরে আজ খুশির ঈদ, ও..ভাই আজ খুশির ঈদ ।। ১৭.০৬.২০২৪ ঈদ আজহা ১৪৪৫ হিজরী।

নমুনা - (মোঃ রহমত আলী)

ছবি
নমুনা - ============ মোঃ রহমত আলী ============ দুই-পায়ে চলে,চার-পায়া চরিত্র, সাধু দেখলে চুক্তি,অসাধু রে ভক্তি, ভেতরে শয়তান বন্দী তবু চাই মুক্তি, হোক না যতই আর ন্যায় যুক্তি, মুখের জোর-টাই আসল শক্তি, পোশাকে সেজে কতরূপ ফন্দি, নিজের দোষ ঢাকতে কত কি উক্তি। যদিও আয়না-টা পরিষ্কার, তবুও তাতে কি আর লাভ, চিনি না যখন নিজেকে সঠিক, ভেতরে লুকানো কত পাপ ঠিক। জমকালো কথার মাঝে শত ফাঁক, ধরতে গেলেই ঘুরে যায় বাঁক, উত্তর যেন ঘোলা জল ! প্রশ্নকারীর ঘাড়ে বর্তায় ভর। নরম চেয়ার পেয়ে,শক্ত অন্তর, কাজের চেয়েও অকার্যকর। যত বড় মর্যাদা,তত দায় ছাড়া, সমাজেই বসত সমাজের পোকা, কতগুলো চোখ নির্বাক খাড়া। দরবারে হাজির সাদা-সাদা চোরা, বড়ো সাধু এরা এই তার নমুনা। ১৪.০৬.২০২৪

বোবা প্রজন্ম (মোঃ রহমত আলী)

ছবি
বোবা প্রজন্ম ============ মোঃ রহমত আলী ============ ইচ্ছা গুলো গিলে খাই, সত্যি অনিচ্ছাকৃত, উপায় নেই সৈন্য ঘুমায়, প্রহরীরা যে চোর। স্বপ্ন ঢাকা,কালো মেঘে, আকাঙ্ক্ষায় নিষেধাজ্ঞা, কিন্তু নিরুপায় পথচারী, আর অসহায় ভিখারী। দুধে আছে পড়ে মাছি, দেখেও অন্ধ ক’’কাজী। পথ ভুলে গাধা খায় ঘোল, মিথ্যার জয়-জয় ঢোল, সত্য জেনেও বোবা প্রজন্ম রোজ ঘরে-ঘরে হচ্ছে জন্ম। ০৬.০৬.২০২৪

গুড়েবালি (মোঃ রহমত আলী)

ছবি
গুড়েবালি ============ মোঃ রহমত আলী ============ লাগালে সরিষা, আশাবাদী সূর্যমুখীর, কেটে দিয়ে গাছপালা, খোঁজো এখন ছায়া। ফল পাকাতে কারিগরি, আর বাজারে খোঁজ, গাছ পাকা ফল সবই। অবাধে নিধন পোনা, আর খাওয়ার ইচ্ছায় বড় বড় মাছের মাথা। লাগিয়ে হাটে আগুন, মুখে শুভেচ্ছা ফাগুন। জুয়ায় জিতে বাজি, অসাধুর বোল সাধু-সাধু। নিষিদ্ধ যেখানে ফকির, সেখানে ভিখারীর মিটিং। ০৫.০৬.২০২৪