পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পর্যন্ত ( মোঃ রহমত আলী )

ছবি
পর্যন্ত   ============= মোঃ রহমত আলী ============= নাটক চলে সবার, ঘরে ঘরে, পথে, ঘাটে, হাটে, সুখে, দুখে, মুখে মুখে, সেরা কে অভিনয়ে। চিত্র রাত দিন দুপুরের, চলে খেলা মিলেমিশে, বাবু, সাধু, ফকিরের। সকাল বিকাল সন্ধ্যা, হরেক রকম তাজা কিচ্ছা, মুখোমুখি কত সত্য মিথ্যা। নাট্যকার কেউ কেউ, অভিনয়ের অভিনেতা সবাই, ছলে বলে কলে করে চলে.. নব কূটকৌশলে, ঘটে আরো, রটে আর রটন। ৩০.০৩.২০২৫

সন্ধান - ( মোঃ রহমত আলী )

ছবি
সন্ধান - ============= মোঃ রহমত আলী ============= পথিক তুই খুঁজিস কারে ! পথে, প্রান্তরে, বন্দরে, ঘুরে ঘুরে বনে জঙ্গলে, তুই জানিস না ! সে তো তোর অন্তরে। পথিক তোর নিজের খবর নে রে আগে, পরের খবর কি দরকারে ? তোর ঘরে (কবর) তুই থাকবি একা ! জনম ঘুমে, উঠানোর আগে। পথিক তোর ছায়ায় ছায়ায়, রাখতে নজর পাহারা আছে গায়ে ! ভুলেও তুই ভুলিস-না, জেনেও ; ভবের ঘোরে মত্ত হয়ে, সত্য ভুলে, সকাল সাঝে মিছে মায়ার লোভে পড়ে। যেতে তোকে হবেই চলে সময় ফুরিয়ে সময় হলে। পথিক তুই খুঁজিস যাঁরে.. তিঁনিই এক আল্লাহ মহান অদ্বিতীয়, তিঁনিই বিরাজ সদা সবখানে। তোর অজান্তের সকল খবরটাও.. যা আছে লুকানো মনের অতলে, তিঁনিই জানেন তিঁনিই রাখেন। পথিক তুই এদিক ওদিক যাসনে ওরে, শারঈ তালিম মেনে -নে, আহকামে এলাহি তামিল হো.. সৃষ্টিকুল ভালোবেসে, তাঁর হলে তুই পাবি তাঁরে। পথিক তুই খুঁজিস যাঁরে সে তো তোর অন্তরে।। ১৩.০৩.২০২৫

আয়নার কান্না ( মোঃ রহমত আলী )

ছবি
আয়নার কান্না ============= মোঃ রহমত আলী ============= তুমি জেনে রেখো ভাই আজ নয়তো ঠিকই কাল সময় ঘনিয়ে আসিতেই ঘোর ঘিরে ধরবে চতুর্দিক। যে দায় ভুলিয়া গাফেল মত্ত আজও করুণ খেলায় অচিরেই অতীতের সম্মুখ নিরুপায় বন্ধু শেষ মেলায়। যদি মানতে নাদান্ আজকের কর্মেই অবধারিত ভবিষ্যত তবে চিনতে নিজের চেহারা কাঁদতো না হায়্ আর আয়না। আফসোস মৃত আবেগ বিবেক ও অচল অন্তর্দৃষ্টি মানবিকতায় মিথ্যাবাদী অন্ধ তুই সু’জ্ঞানশূন্য তাই তুলনা জানোয়ার সমতুল্য। ১০.০৩.২০২৫

মহাযোদ্ধা ( মোঃ রহমত আলী )

ছবি
মহাযোদ্ধা ============= মোঃ রহমত আলী ============= পরাজিত লড়াকু যোদ্ধা জীবন যুদ্ধে ক্লান্ত, অবিরাম লড়তে প্রচেষ্টারত ; নয় সে ক্ষান্ত। জীবন সংগ্রামের সংগ্রামী এক মহাযোদ্ধা, সংসার যুদ্ধে অবিরত অক্লান্ত পরিশ্রমী ; প্রতিজ্ঞাবদ্ধ সততা তাঁর আনমোল হাতিয়ার, বিজয়ী সে, ঘাম ঝরানো হালাল রুজি যাঁর। রোজগার ছাড়া তো রোজ কাটে-না কারো, তবে হারাম ছেড়ে, হালাল ধরো আরো আরো, এখানেই সব নয়, ওখানেও আছে বাকি তাই। যার রক্ত ঘাম হয়ে ঝরে আজীবন সততায়, জীবন সংসারের প্রকৃত জয়ী যোদ্ধা সেই হয়, যেই হক পথ ধরে চলে আর করে সৎ সংগ্রাম। ০৫.০৩.২০২৫