পোস্টগুলি

মে, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পত্রিকা (মোঃ রহমত আলী)

ছবি
পত্রিকা ============ মোঃ রহমত আলী ============ পত্রিকা তোর পাতায় লেখা কত কথা, জল্পনা কল্পনা পূর্ণাঙ্গ নয়তো গল্পটা অল্প, সত্য মিথ্যা আরও অভিনয়ের খেলা, রাজা,প্রজা,নেতা,চোর,ডাকাত, কালোবাজারি,নেশাখোর,পতিতা ! তোর বুকে আঁকা ছবি,দশের কথা, দেশের ভাষা,কৃষক আর গরীবের ব্যথা, আচার আচরণ অত্যাচার চোখে দেখা। পত্রিকা তুই ইতিহাসের প্রমাণ, ঘটে যাওয়া অঘটন আর ঘটনার। নারী অধিকার সহ সাক্ষী তুই দাঙ্গার ! ভাঙাগড়া দুর্ঘটনা কাহিনী স্বাধীনতার, কামার,কুমার,জেলে,তাঁতী,ব্যবসায়ী, কামলা,আমলা,চালবাজ চক্রের হামলা, পত্রিকায় শহর প্রান্তর সারা গ্রাম বাংলা। পত্রিকা তুই নিজে বড় এক কাহিনী, তোর জন্য আছে কলম যোদ্ধা বাহিনী, কবি,লেখক,সাংবাদিক,কেউ আবার সাংঘাতিক আরো সম্পাদক প্রকাশক, নায়ক,নায়িকা,গায়ক,গায়িকা,সুরকার, গীতিকার আরও কত কি ! মোটামুটি সব খবর সাদা-কালো রঙ্গিন সব পত্রিকায়। পত্রিকা তোর নাম আছে ভিন্ন ভিন্ন, তবে কর্মকাণ্ড একই দুর্দান্ত সাহসী তারই মাঝে কেউ সৎ , কেউ অসৎ , যাই হোক প্রকাশিত হয় রোজ খবর। বিভিন্ন বিজ্ঞপ্তি আর আবহাওয়া সংবাদ, পারিবারিক,সামাজিক,বিচারিক, সাধু,অসাধু,কবিরাজ,ডাক্তার,দালাল, তৃতীয় লিঙ্গের হাসি ক

যদি ঘুম ভাঙ্গে (মোঃ রহমত আলী)

ছবি
যদি ঘুম ভাঙ্গে ============ মোঃ রহমত আলী ============ ঘুম ভেঙেছে ভাই তোমার, সকাল পেরিয়ে বিকেল গেলো, বেলাটা যে শেষে শেষের দিকে, সূর্যটাও ডুবিল, এখন কি লাভ জেগে, আরও আগে জাগিলে দেখতাম না হয় এক সাথে রংধনু আর সাদা লাল মেঘের মনোরম মিলন মেলা। সময় থাকতে যদি সময় ধরা যেত, তবে কেটে যেত হয়তো শত কত দুখ, ফুটিতো লক্ষ কোটি আনন্দের সুখ। এখন বিষয় অযথাই চিন্তা, কু’বন্ধু তোমার করেছে স্বজাতি থেকে দূর। ভেঙেছে ঘুম আজ ভাই তোমার, বাহ্ সেদিন তো ভান ধরে ছিলে বেশ, শেষ বেলায় জেগে লাভ কি এখন, সর্বনাশে খেলে সব খেলা শেষে। আফসোস-টুকুও কল-ছল তোমার, চোখেমুখে নাই লাজ,নাই তার ছাপ ! আজি তুমিও বাপ,সময়ের পালা বদলে, বুঝবে গত হলে আরও কিছু কাল। ভালো থেকো সুখে থেকো তুমি চিরকাল, তোমার জন্য রক্তের বাঁধন আফসোসে কাঁদে ভালোবাসে তাই আজও দিনরাত। তবু যেন ঘুম ভেঙে সজাগ হও তুমি দুহাত তুলে সদা চলে এই ফরিয়াদ ।। ২৩.০৫.২০২৪

মাতোয়ারা (মোঃ রহমত আলী)

ছবি
মাতোয়ারা ============ মোঃ রহমত আলী ============ চঞ্চল নয়নে কল ছল জল, তারই মাঝে মায়াবী ফল, বাঁকা হাসিতে প্রেমও ফাঁসি, মনও বাঁধি তবু মন দেয় ফাঁকি। রঙে ঢঙে বেশ ললিতার চাল, মাতোয়ারা বেচারা পথিকের হাল, সঞ্চালিত ইশারায় দুর্ভোগ আঁকা, অদূর ভবিষ্যতের দুর্গম ঋতি ফাঁকা। ২২.০৫.২০২৪

মুচকি হাসি (মোঃ রহমত আলী)

ছবি
মুচকি হাসি ============ মোঃ রহমত আলী ============ ব্যথার ভাগে ভাগিদার কে, কথায় কথায় খবর খোঁজে। চোখের ভাষা বুঝেনা যে সে, দুঃখের সন্ধানে মুচকি হাসে। ব্যথা গুলো গোপন থাক, মুখে হাসি প্রকাশ পাক, কষ্ট দেখে, দেখে না সে যে, স্বার্থ ছাড়া কাছে কে সে ? ব্যথার কথায় সুযোগ খোঁজে, আপন পর সবাই বোঝে, তবুও মজা যে যে দেখে, সময়ের সাক্ষ্য প্রমাণ আছে। ১০.০৫.২০২৪

মানানসই (মোঃ রহমত আলী)

ছবি
মানানসই ============= মোঃ রহমত আলী ============= যা পেতে চাই তা হারানোর জন্য যা চেয়েছি তা না পাওয়ার জন্য যা ধরতে চাই তা ধুলো ছাই অমূল্য যা ছেড়ে যাই তা হীরক সমতুল্য যা জেনেছি তা ভুলে যাওয়ার জন্য যা মূল্যবান তা তুলনামূলক ধন্য যা কিছু আছে তা সামান্য তবুও মহামূল্য যা শুনেছি তা সত্ত্বেও মহৎ অযোগ্য যা দেখলাম তা উল্টে বললেই যোগ্য যা ঘটছে তা কি আসলেই ন্যায্য যা জমানো তা হারালে সব শূন্য ০১.০৫.২০২৪