পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আফসোস

ছবি
আফসোস ============ মোঃ রহমত আলী ============ তাকে দেখার সাধ আছে, তবে আহ্লাদ করতে পারিনা। অসহায় মন -মনের আঙিনাতে, তবু দুয়ার খুলতে যে চাইনা। প্রিয়জনের ছিল কি আর ? বেদনা দেওয়ার প্রয়োজন। আয়োজন যাকে ধরে বিস্তীর্ণ, সেই তিরস্কার করে হয় ধন্য। যাকে দেখে চোখ,চায়-না দেখতে, তবু মনের কোনায় একটু তৃষা। মনের বিচুর্ন বন্ধনের করুণায় আজও জীবিত বিন্দুমাত্র আশা। তাকে দেখেও অধরা-য় সাধন, ভেঙ্গে ছিল যে রক্তের বাঁধন। যার ছায়া বন্ধুগুলো তারই শত্রু, দূর করে দিলো তার রক্তের বন্ধু। আফসোস আলোতে তার অন্ধ হবার, সুঘ্রাণ পরিশ্রমে নেই এখনও যার। বিলাসী অভিলাষে তার চেতনা, পিষে যায় পদতলে আপন সম্বন্ধ। যাকে চেনার পরেও অচেনা-ই থাকা, জানলেও তার পরিচয় অজানা। শুধুমাত্র আফসোস-টাই আবদ্ধ, চাইলেও আর হয় না -হবেও না, পুরাতন ঘাটে নতুন বসতি গড়া । ২৮.০৭.২০২৩

লাজুক লজ্জা

ছবি
লাজুক লজ্জা ============ মোঃ রহমত আলী ============ পেটে আছে তার বহুত ভুখ, খোলে-না তো সে লাজে মুখ। বোঝে যদি কেউ দেখে রূপ, পুছে তাকে ওহে কেন চুপ। লজ্জায় চোখ ভরা জল, সংকোচবোধ তবে কিছু বল। আকাশের পানে মুখ তুলে, দুহাত পেতে মাগে দয়ার ভিখ। পাতে না তো লাজে হাত, জনে-জনের দুয়ারে আর। কেউ যদি খুঁজে তাকে, দেয় তুলে হাতে তবে -তা নেয়। মুখে আছে তার সুখ-সুখ, ক্ষুধায় জিকির খোদার খুব-খুব, পেটে বাঁধিলো লাজুক পাথর, লজ্জায় লজ্জিত হয়ে খুদ। কেউ কিছু দিয়ে যায়, তো কেউ দিতে-দিতে দুঃখ, সুখ যে আবার নিয়ে যায়। নাজুক হাত পেতে কি আশায়, লাজুক মুখ যার চুপ রয়। দারিদ্রের ছাপ পোশাকে তার, মুখে মৃদু আনন্দের-উল্লাস, চায় না খুলে তো মুখ ফুটে খোরাক ! ২১.০৭.২০২৩

কি এ জীবন -

ছবি
কি এ জীবন - ============ মোঃ রহমত আলী ============ কি এ আমাদের মানব জীবন, আজও ঠিক বুঝা হলো না। এ জীবন কি কোন রাতের শিশীরে ভেজা ঘাস। নাকি মাঝ দরিয়ায় কোন ডুবন্ত কিস্তি। এই নয়তো তবে আর কি ? এ মানব প্রাণ যার নাম জীবন। কখনো আবার মনে হয়, আমার এ জীবন যেন, কোন মরুভূমি প্রান্তরের খুবই পরিশ্রান্ত ক্লান্ত এক উট। নয়তো আবার বুঝি ! এক বৃক্ষ যে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আকাশ পানে নয়ন মেলি। এছাড়া আর কি হতে পারে, এ জীবন মানে- যা একবার শুরু হয়ে চিরতরে শেষ হয়ে যায়। কি এ জীবন ? কিভাবে শুরু আর কোথায় গিয়ে-ই বা শেষ। মরণ কি এর শেষ ঠিকানা ! নাকি মরণের পরেও আর কিছু আছে এ জীবনের। তবে কি ? কি ? মনে হয় আমার এ মানব জীবন, যেন একরাশ কালো মেঘ, যার আসল সীমান্ত ঐ আকাশ। কি এ জীবন ? সংগ্রামী কোন মিছিল, নাকি ! ভালোবাসায় ভরা এক উড়ন্ত চিল। না আবার চিতায় পুড়া ছাই, এই নয়-তো তবে কি এ জীবন ? এ জীবন কি ! জ্বলন্ত কোন চিরাগ, না জমানো এক বরফ টুকরা, যা নিমিষেই গলে-গলে হয়ে যায় জল। নাকি কারো রিস্তায়-বন্দি এক কাক, এ মোদের মানব জীবন। এ মানব জীবন কি ! অতীতের শুধু রাশি রাশি স্মৃতি, নাকি ভবিতব্যের কোনো এক স্বপ্ন। না আবা

ফলাফল -

ছবি
ফলাফল - ============ মোঃ রহমত আলী ============ যা নেই তাই খুঁজি, পাই যা ফেলে রাখি, মন এক উড়ন্ত পাখি, বহমান ধারায় আঁখি, ঝাপ মারে জলন্ত আগুনে। যা হারায় তা পেতে চাই, যে পালায় ধরতে দৌড়াই, আর চিনে রাখি ঠকবাজ। যা চাই তা তো নাই, আছে যা পচা-বাসি তাই, তাও পাওয়া সাধের বড়াই। ভাবভঙ্গিতে সৎ সৎ উদার চোরের দান-খয়রাত। যা আছে হারিয়ে মিটে-যাবার, যে পরান সেই মারে জান, যার তার প্রেমে মর্জি না হয়। যে চেনে না চিনেও যারে, যা অজানা তাই জেনেশুনে, থামে না যে মন তবু থামা। যা জানি হালাতে তাবিয়াত, আষাঢ়ের আগে শাওন-ধারা, যেমন মনের খোরাক মেরে, মনকে জিন্দা মাত্র রাখা। যা ভেস্তে গেলো কর্মফলে, যে সব ধ্যানের অবহেলায়, ফলাফল আর দুহাতে যা !! ১৬.০৭.২০২৩

সাধন -

ছবি
সাধন - ============ মোঃ রহমত আলী ============ হাতে সবার রেখা আছে, সবার ভাগ্যে লেখা আছে। দুঃখ কষ্ট সবার সাথে আছে, সুখ সবার দেখা আছে। সবার মুখেই কথা আছে, বোবার ভাষা জানা আছে। সাধুর ধ্যানে ক্ষুধা আছে,  চোরের ধর্মে চুরি আছে। সবার সাধন সুখ আছে, সুখেও দুঃখের হিস্যা আছে। সবার চোখে সওয়াল আছে, জবাবে অবাক কিসসা আছে। সবার স্বার্থে কিছু কিন্তু আছে, মায়ের নিঃস্বার্থ মন আছে। হিসাব-দিবস অপেক্ষায় আছে, জালিমের দিন শেষ আছে, প্রদীপের নিচে আঁধার আছে, আলোর সন্ধানে কেউ আছে। সবার পায়ে শিকল আছে, জেগে স্বপ্ন দেখার সাধ্য আছে। অসম্ভবে সার্থকতা আছে, দুর্বলের ও এক শক্তি আছে। সবার কাঁধে বোঝা আছে, অকার্যে ও কার্যকর আছে, সত্যের জয় নিশ্চয় আছে । ১৫.০৭.২০২৩

নাম-বদনাম

ছবি
নাম-বদনাম ============ মোঃ রহমত আলী ============ এতটুকুই হল সুনাম,বাকি সব বদনাম, কেন করো ভাই তার দুর্নাম, তোমার মুখে হতে পারেনা সুনাম। মনটা যে আজ হলো খারাপ, নিরীহ মানুষের শুনে শত বদনাম। সব কাজেই হয় কে বলো ভালো, নাম আছে যার বদনাম ও হবে তার। শূন্য থেকে দশ সংখ্যা গুনে দেখো, প্রথম আর শেষ মিল করে চলো। পরের বদনামে হারায় নিজের নাম, করে দেখো কারো সত্য গুনোগান, বেড়ে যাবে বহুত গুন তোমার মান। এইটুকু ভুলচুক না পারো যদি সইতে, তবে তোমার দোষ ত্রুটি কি লুকাইবে ? এক নাও ভিড়ে দশ ঘাটে, তবে ঘাট গুলো তো বহু রকমের বটে ! বুঝে শুনে চুপ,দেখে-দেখে না দেখে, দুর্নাম রটে কভু যা সুনাম হয়ে ফেরে। কুনাম ছড়াও যারা যার তার হয়ে, নিজ কর্মে-ও তাকাও আয়না লয়ে। সত্যের বেশ নামে-নামে বদনাম রটে, মিথ্যার তো সব-শেষ একদিনে কাম। পরনিন্দায় যে রোজ থাকে বিভোর, সে নিজেই-নিজের নামে-কামে লীন ॥ ০৫.০৭.২০২৩

উজাড়

ছবি
উজাড় ============ মোঃ রহমত আলী ============ চলতে থাকি ক্লান্ত হলে দৌড়াতে চাই, মায়া হারিয়ে মমতার খোঁজ চালাই। স্বার্থের আড়ালে নিঃস্বার্থের ভান ধরে, ভ্রান্ত মনের শান্ত আবহাওয়ার সন্ধানে, ব্যর্থ বাধ্য বন্ধনে আবদ্ধ হয়ে হই উজাড়। মায়া লুটে ফকিরের ছেঁড়া ঝোলা হতে, পাথর কুড়িয়ে মহলের ভিতরে যে পাহাড়, যদি বন্টন হতো তা সবার তরে সমান। চুপ কেন সাধুর ভুখা মুখরিত পঞ্চমুখ, ধূসর হাসিতে লুকায়িত আধ্যাত্মিক সুখ। কাঙ্খিত দুঃখ খুঁজি প্রাপ্য আমার যা,তাই পেয়ে যাই যেনোতেনো মৃত সুখের মায়ায়। দৌড়ে যাই ক্লান্ত হয়ে তাই চলতে থাকি, চলাচলের মাঝে যেথায় দেখেছি যা কিছু, শিক্ষার অভাবে হেথায় শিখেছি সব দেখি, তবু বদলায় না স্বভাব ভাঙ্গা স্বপ্ন দেখার। যাযাবর এ জনম আর হবে না জোয়ান, অভিমান গুলো সব শেষ পুঁজি আমরণ। অন্ধের কান্দনে বোবা দেয় মজুত সান্তনা, বধিরের শুনা কথায় পঙ্গু আজ মানবতা। বোঝা গুলো ভার শূন্য তুলা বড় দায়, পঁচেযাওয়া সহানুভূতি আজও তুলনাহীন। অমূল্য সময়ের চঞ্চল গতি জীবনে সবার, ধরতে পারলেই বিন্দু সেই উত্তম মানবিক। ০৩.০৭.২০২৩

জুয়া খেলার খেলা

ছবি
জুয়া খেলার খেলা ============= মোঃ রহমত আলী ============= জীবনটা এক জুয়া খেলা, আর জোয়ারের মতই এ জীবন ভাটায় ভেসে চলা। কখনো জিতের বেলায় ভাঙ্গনের লীলা, কখনো আবার গড়ার বেলায় বন্ধুর বেঈমানিতে হেরে যাওয়া। এক জীবন নামের জুয়ার আসরে জয় যার,পরাজয় মেনে নিয়ে যে, মেহেরবানী করে যায় শুধুই বারবার। জীবন জুয়ার পাতিতে যে রানীর নাম লেখা শুধুই একবার, সেই হারের বেলায়- জয়ের নামে করে তাই হায় হায় ! জুয়ার জালের মতই কেউ এ জোয়ানীতে ফেঁসে জ্বলে আর জ্বলে, জয়ের খুবই কাছাকাছি গিয়ে। তাই এ জীবন তরী ভেসে চলে, কখনো-কখনো এ ঘাটে ও ঘাটে, অসহায় ভাবে একটাই এক এক অধিকারে একটু-একটু বঞ্চিত হয়ে। আমার বেলায় এ জীবন জালিয়াতির খেলা,তাই জুয়ার ছলে-ছলে হারের বেলায়, জিততে ছিনিয়ে আনা। জুয়ার জালিয়াতিতে জবেহ করা হলো সত্য এক সত্যের প্রতীক কে তাই পাথর আঁখিতে রাতেই সূর্য উদয়। ২৭.১০.২০০৭