প্রমাণ –
প্রমাণ - ============= মোঃ রহমত আলী =================== মিথ্যার বুনিয়াদে তৈয়ার হয় হাজারো হাজার প্রমাণ। তবে বন্ধু সত্যের হয় না বুঝি কোনো প্রমাণ। তবে তাই সত্যর প্রমাণ একটাই, মনের গভীর বিশ্বাস। নিঃশ্বাস যেথায় মিথ্যার, সেথায় বিশ্বাস কি করে, আর হয় শিক্ষার। দেখেছি খেলা এ দুনিয়ার নাটকীয় রঙ্গমঞ্চে! মিথ্যার লীলা, মিথ্যার তরী, বেয়ে ভেসে ভেসে পেয়ে যায় অনেকেই তড়িঝড়ি দুর্বল কিনারা। তবে সত্যবাদী সত্য বলে কি পায়, আর কতটুকু সাহারা, প্রমাণ চায় সততা সত্যের, সত্যির অনুসন্ধানের। তাহলে দুর্বল কখন আর হয় বন্ধু মিথ্যার পায়মানা। পবিত্র এক সত্য-প্রমাণ কি? তার অন্ধ,আঁধারে লুকানো এক টুকরো আলোর কণিকা, দৃষ্টি নেই যার সততা'র, দেখবে কি ? করে আর, সেই প্রমাণ অজান্তী'র নীলিমায়। মনের পঙ্খী উড়ে যাবে যবে, সত্যের সীমানায়, তবেই প্রমাণ সাজিয়ে রেখো, তোমরা সবে মিথ্যের পিঞ্জরায়। ১.১২.২০০৯